শুক্রবার নেতাজি
সুভাষচন্দ্র বসু
সম্পর্কে ৬৪
টি
ফাইল
প্রকাশ
করতে
গিয়ে
মূখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় সন্দেহ
প্রকাশ
করে
বলেছেন,
সম্ভবত
১৯৪৫
সালের
পর
জীবিত
ছিলেন
নেতাজি। মুখ্যমন্ত্রীর এ
মন্তব্য নেতাজির-অন্তর্ধান রহস্য
নিয়ে
নতুন
বিতর্ক
উস্কে
দিয়েছে।
মমতা
বন্দোপাধ্যায়ের মন্তব্য, ফাইল
পড়ে
তাঁর
মনে
হয়েছে
যে
১৯৪৫
সালের
পরও
সুভাষচন্দ্র বসু
সম্ভবত
বেঁচে
ছিলেন!
কিন্তু
মুখ্যমন্ত্রী একথা
বললেও
নেতাজির পরিবার
তা
মানতে
নারাজ।
নেতাজি-পরিবারের সদস্য কৃষ্ণা বসুর
ছেলে
সুগত
বসু
তো
তাঁর
লেখা
বই
‘his majesty's opponent’ বইয়ে
নেতাজির মৃত্যুর তারিখ
পর্যন্ত উল্লেখ
করেছেন। সুগত
বসুর
মা,
তথা
সুভাষচন্দ্র বসুর
ভ্রাতুষ্পুত্রবধূ কৃষ্ণা
বসুরও
দাবি,
১৯৪৫
সালের
পর
নেতাজি
বেঁচে
ছিলেন,
এরকম
কোনও
প্রমাণ
নেই।
তিনি
বলছেন,
প্রমাণ
নেই,
থাকলে
ভাল
হত।
এটা
মুখ্যমন্ত্রীর বিশ্বাসের কথা।
অনেকেই
এমনটা
বিশ্বাস করেন।
বিশ্বাসের প্রশ্ন
আলাদা।
এভিডেন্সের প্রশ্ন
আলাদা!
যদিও
ফরওয়ার্ড ব্লক
নেতা
তথা
নেতাজি-গবেষক বরুণ মুখোপাধ্যায়ের দাবি,
বিমান
দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর যে
তত্ত্ব
খাড়া
করা
হয়,
তা
মিথ্যা।
আবার
ইতিহাসবিদ রজতকান্ত রায়ের
দাবি,
একাধিক
তদন্ত
কমিশনের রিপোর্ট থেকে
স্পষ্ট,
১৯৪৫-এই নেতাজির মৃত্যু
হয়েছে।ডিএনএ পরীক্ষাতেই সত্য
সামনে
আসবে
বলে
অভিমত
তাঁর।
সব
মিলিয়ে
দশকের
পর
দশক
ধরে
যে
বিষয়
নিয়ে
বিতর্ক
চলছে,
নেতাজি
সংক্রান্ত ফাইল
প্রকাশ্যে আসার
দিন
মুখ্যমন্ত্রীর কথায়
তা
আবার
মাথাচাড়া দিল।
No comments:
Post a Comment