ব্যাডমিন্টন খেলতে
নেমেছিলেন বলিউড
বাদশাহ
শাহরুখ
খান। আর
তার
সামনে
ছিলেন,
ভারতীয়
ব্যাডমিন্টন স্টার
সাইনা
নেহওয়াল।
আর
সাইনাকে হারাতে
গিয়ে
রীতিমত
কুটকৌশলের আশ্রয়
নিতে
হল
শাহরুখকে। প্রতিদ্বন্দ্বী মেয়েদের বিশ্বসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হলেও
ম্যাচটা হাসতে
হাসতেই
জিতলেন
শাহরুখ
খান।
জয়ের
ব্যাখ্যাটা শাহরুখ
দিলেন
সামাজিক যোগাযোগ মাধ্যম
টুইটারে। লিখেছেন, ‘সানিয়ার র্যা
কেটে
কোনও
স্ট্রিং থাকবে
না,
সেটা
নিশ্চিত করে
নিয়েছিলাম। ওকে ব্যাডমিন্টনে হারানোর এটাই
একমাত্র উপায়!’
বৃহস্পতিবার সানিয়া
নেহওয়াল ও
তার
পরিবারের সঙ্গে
হায়দ্রাবাদে দেখা
করলেন
কিং
খান।
এসআরকে’র আগামী সিনেমা
‘দিলওয়ালে’র
শুটিং
চলছে
সেখানেই। সানিয়া-শাহরুখ র্যা কেটসহ
পোজও
দেন
ছবির
জন্য।
এক
সাথে
সেলফিও
তোলেন।
No comments:
Post a Comment