মার্কিন সামরিক
বাহিনীর বেসামরিক সেক্রেটারি হিসেবে
প্রথমবারের মত
এরিক
ফ্যানিং নামে
এক
সমকামীকে মনোনীত
করলেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক
ওবামা। তবে
তার
মনোনয়নের ব্যাপারটি এখনও
মার্কিন সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে
বলে
জানিয়েছে ব্রিটিশ বার্তা
সংস্থা
রয়টার্স। চূড়ান্ত অনুমোদন পেলে
এরিকই
হবেন
দেশটির
ইতিহাসে প্রথম
সমকামী
যিনি
সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন। সম্প্রতি হোয়াইট
হাউজেও
প্রথমবারের মত
এক
তৃতীয়
লিঙ্গের মার্কিন নাগরিককে নিয়োগ
দিয়েছিলেন ওবামা।
এরিকের
মনোনয়নের সমর্থনে দেয়া
এক
বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন,
‘বহু
দিন
ধরেই
বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এরিক।
তাঁর
অভিজ্ঞতাও প্রচুর। আশা
করি
নতুন
ভূমিকাও তিনি
সঠিক
ভাবেই
পালন
করবেন।’
সরাসরি
নিরাপত্তা সচিবের
তত্ত্বাবধানে মার্কিন সেনাবাহিনীর সেক্রেটারি পদটি
একটি
অরাজনৈতিক পদ।
গেল
২৫
বছর
ধরে
কংগ্রেস এবং
পেন্টাগনের বিভিন্ন দায়িত্ব সামলানো ফ্যানিং ছিলেন
নিরাপত্তা সচিব
অ্যাশ
কার্টারের বিশেষ
সচিব
এবং
চিফ
অব
স্টাফ।
বাহিনীর আন্ডার
সেক্রেটারি হিসাবে
কাজ
করা
ফ্যানিংয়ের জাতীয়
নিরাপত্তা বিষয়ে
দক্ষতা
রয়েছে।
বিমান
বাহিনীর আন্ডার
সেক্রেটারি হিসাবেও কাজ
করার
অভিজ্ঞতা রয়েছে
তাঁর।
সমকামীদের অধিকার
এবং
সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে
সমকামীদের নিয়োগ
নিয়ে
বহু
দিন
ধরেই
আন্দোলন চালাচ্ছিলেন এরিক
ফ্যানিং। এরিকের
মনোনয়নকে স্বাগত
জানিয়েছেন পেন্টাগনের প্রধান
কার্টার। তাঁর
মতে,
“ফ্যানিং এলে
বাহিনী
আরও
শক্তিশালী হবে।”
No comments:
Post a Comment