Ads

Friday, 3 March 2017

‘নতুন পৃথিবী’ আবিষ্কার উদযাপনে গুগল ডুডল

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পৃথিবীর আকৃতির সাতটি গ্রহের সন্ধান পেয়েছে নাসার বিজ্ঞানীরা। পৃথিবী থেকে প্রায় ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত ওই নক্ষত্রকে ঘিরে গ্রহগুলোর সন্ধান একটি বিরল আবিষ্কার। আর এই বিরল আবিষ্কারকে সার্চ জায়ান্ট গুগল ডুডলের মাধ্যমে উদযাপন করছে।
সাতটি গ্রহ আবিষ্কারকে অ্যানিমেটেড ডুডল তৈরি করেছে গুগল। গুগলের হোমপেজে গেলে প্রথমেই লোগোর জায়গায় ‘প্লে’ বাটনযুক্ত ডুডলটি  ক্লিক করলেই আসছে মজার ছোটগল্প।
বর্তমান ডুডলে দেখা যাচ্ছে, জ্যোতির্বিদের ভূমিকায় রয়েছে পৃথিবী। পৃথিবী বিশাল বড় এক টেলিস্কোপে চোখ লাগিয়ে মহাকাশ জুড়ে কী যেন খুঁজছে। আর পাশেই দাঁড়িয়ে আছে চাঁদ। খুঁজতে খুঁজতে হঠাৎ করে পৃথিবী দেখতে পেল অনেকটা তার মতোই দেখতে আরেকটি গ্রহ একা দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে সঙ্গে জুটল আরও ছ’টি গ্রহ। সবাই-ই টেলিস্কোপে উঁকি দিচ্ছে। পৃথিবী তাদের দেখতে পেয়েছে বলে তারা খুব খুশি। হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করছে সাতজনই।
গবেষকদের বিশ্বাস, টিআরএপিপিআইএসটি-১ এফ প্রাণধারণের জন‌্য সবচেয়ে উপযুক্ত। এটি পৃথিবীর চেয়ে কিছুটা শীতল। সঠিক বায়ুমণ্ডল ও পর্যাপ্ত গ্রিন হাউজ গ‌্যাসসহ এটা প্রাণের জন‌্য উপযুক্ত হতে পারে।
সূত্র: গুগল, সিনেট

No comments:

Post a Comment