কোনও
পুরুষের মাথায়
টাক
থাকলে
একটা
সময়
বলা
হত-
তার
প্রচুর
টাকা। কিন্তু
মাথায়
চুল
নেই
যাদের,
তাদের
দূঃখটা
কিন্তু
টাকার
আশ্বাসেও বেড়ে
যেতো। তবে
ফ্যাশন
দুনিয়ায় টাক
থাকাটা
স্টাইল
স্টেটমেন্ট। নতুনভাবে নিজেকে
সাজিয়ে
তুলতে
আজকাল
রেজার
দিয়ে
মাথা
কামিয়ে
ন্যাড়া
হচ্ছেন
অনেকেই। লুক
এবং
ব্যক্তিত্বে নতুনত্ব আনতে
এরচে
সহজ
আর
কিছু
নয়?
আর
আবেদনে
আকর্ষনে টাক
যে
কোন
নেতিবাচক দিক
নয়-
তা
কিন্তু
বোঝা
যায়
রূপালী
জগতে
চোখ
রাখলেই।
জেসন
স্টেথাম, ভিন
ডিজেল,
ডন
জনসন
দ্য
রক,
ব্রুস
উইলিস,
আন্দ্রে আগাসি
থেকে
শুরু
করে
অনেকেই
ন্যাড়া
মাথায়
বক্স
অফিসের
পাশাপাশি কাঁপাচ্ছে হাজারো রমনীর
হৃদয়।
আর
টাকের
সুবিধাও তো
কম
নয়!
তেল
শ্যাম্পুর খরচ
আর
সময়টা
বেঁচে
গেল।
হেয়ার
স্টাইল
নিয়ে
মাথা
ঘামানোর ঝামেলাও নেই।
তাছাড়া অফিস
যাওয়ার
সময়
ব্যস্ততা থেকে
মুক্ত
করবে
আপনরা
টাক।
এই
লুকটা
সহজেই
ধরে
রাখা
যায়।
তাই
ন্যাড়া
মাথার
স্টাইলটি আপনার
ফ্যাশনের অন্তর্ভুক্ত করতে
চাইলে
খেয়াল
রাখতে
হবে
কয়েকটি
ছোট্ট
বিষয়।
বর্তমান ফ্যাশন
দুনিয়ায় বেশির
ভাগ
পেশাতেই ন্যাড়া
মাথার
গ্রহণযোগ্যতা আছে।
তবুও
আপনাকে
দেখে
নিতে
হবে
সেটা
আপনার
পেশার
ক্ষেত্রে কোনও
বাধা
সৃষ্টি
করছে
না
তো?
রক্ষণশীল পেশার
সঙ্গে
যুক্ত
থাকলে
এই
স্টাইলটা আপনার
জন্য
নয়।
ন্যাড়া
হওয়ার
আগে
অবশ্যই
আপনি
হেয়ার
ড্রেসারের পরামর্শ নিতে
পারেন।
হেয়ার
ড্রেসার মাথার
আকারের
সুস্পষ্ট ধারণা
দিতে
পারবে।
একই
সঙ্গে
আপনি
জানতে
পারবেন
আপনার
ব্যক্তিত্বের সঙ্গে
ন্যাড়া
মাথার
স্টাইল
যাবে
কিনা।
সবার
আগে
খেয়াল
রাখতে
হবে
যে,
আপনার
বয়সের
সঙ্গে
এই
স্টাইলটা মানাচ্ছে কিনা!
তাই
নেড়া
হওয়ার
আগে
বিষয়গুলির প্রতি
নজর
দেওয়া
উচিত।
আপনার
লুকটা
যেন
কখনও
আপনার
সোন্দর্য্য, ব্যক্তিত্ব, পেশা,
পরিবার,
সমাজ
ও
রুচির
কাছে
বাঁধা
না
হয়।
তাই
ন্যাড়া
হওয়ার
আগে
বিষয়গুলো ভেবে
নিন।
আপনি
যদি
মনে
করেন
ন্যাড়া হওয়ার
স্টাইলটাই ধরে
রাখতে
চান,
তবে
যত্নশীল হতে
হবে
মাথার
ত্বক
নিয়ে।
একইসঙ্গে কয়েকদিন অন্তর
মাথা
ভালো
মতো
সেভ
করে
নিতে
হবে।
প্রতিদিন ময়েশ্চারাইজার ও
সানস্ক্রিন মাখলে
মাথার
ত্বক
ও
স্টাইল-
দুটোই
ভালো
থাকবে।
No comments:
Post a Comment