
ভারতের
পশ্চিমবঙ্গের বর্ধমানে বল
ভেবে
বোমা
নিয়ে
খেলতে
গিয়ে
আহত
হয়েছেন
এক
বালক৷
আহত
ওই
বালকের
নাম
বিধান
বাড়ুই৷
স্থানীয় সূত্রে
জানা
গিয়েছে, রবিবার
বিকালে
বাড়ির
পাশে
মাঠে
বন্ধুদের সঙ্গে
খেলছিলেন বিধান৷
সেই
সময়
মাঠের
পাশে
বাগানে
বোমাটি
দেখতে
পায়৷
কিন্তু
বিধান
বল
ভেবে
বোমা
নিয়ে
খেলতে
শুরু
করে৷
এরপরই
বোমাটি
ফেটে
গিয়ে
আহত
হয়
ওই
বালক৷
এরপর
এলাকার
লোকজন
আহত
ওই
বিধানকে হাসপাতালে ভরতি
করে৷
কে
বা
কারা
বোমা
রেখে
গেল
তা
তদন্ত
করে
দেখছে
পুলিশ৷
ঘটনায়
কাউকে
গ্রেফতার করতে
পারে
নি
পুলিশ৷
No comments:
Post a Comment