বেকগ্রাউন্ডে মেগা শেষ হওয়া বন্দ করি দিন খুব সহজে।
আপনি ইন্টারনেট ব্যবহার করেন অথচ স্পিড পাচ্ছেন না আশানুরুপ অথবা আপনার মেগাবাইট এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। চলুন সমাধান দিচ্ছি।
প্রথমে Compute (Windows 7/windows 8) এর উপরে রাইট বাটন ক্লিক করুন। Manage নামে অপশনে ক্লিক করুন।এই রকম একটি উইন্ডো আসবে। এখান থেকে দাগ দেওয়া অংশ (Services and Application ) সিলেক্ট করুন।
নিচে (Services) নামে একটা অপশন আসবে। এখান থেকে Background tasks infrastructure সিলেক্ট করুন। নিচের চিত্রের মত।
নতুন আরেকটি উইন্ডো আসবে। এখানে Stop করেদিন । ব্যাস আপনার কাজ শেষ। আর লুকিয়ে লুকিয়ে আপনার মোগবাইট শেষ হবে না। আশা করি ভাল থাকবেন।
No comments:
Post a Comment