জিপিতেও এবার খুলবে ব্লগস্পট সাইট
নেক দিন ধরে একটা সমস্যায় ভুগছিলাম সেটা হল ব্লগস্পটের সাইটগুলো জিপি,
রবি অথবা বাংলালিংক ইন্টারনেট চালালে ওপেন হয় না। এ জন্য আমাদের বিভিন্ন
ডোমেইন ব্যবহার করতে হয়। এই সমস্যার সমাধান আজ আপনাদেরকে বলব। অনেক কথা
বলেছি এবার কাজের কথায় আসা যাক।
এজন্য আপনাকে যা যা করতে হবে-
- Start> Settings> Network Connections এ ক্লিক ।
- এবার GP-INTERNET ক্লিক তবে আপনারা যদি রবি অথবা বাংলালিংক ইন্টারনেট চালান তাহলে সেটা তে ক্লিক করুন ।
- Propeties এ ক্লিক।
- Networking> Properties ক্লিক ।
Use the following DNS server Addresses ক্লিক করুন। সেখানে এই DNS server Addresses গুলো লিখুন।
- Preferred DNS server 4.2.2.8
- Alternate DNS server 4.2.2.5
না হলে এগুলো ও ব্যবহার করতে পারেন।
- Preferred DNS server 4.2.2.2
- Alternate DNS server 8.8.8.8
দিয়ে OK বাটনে ক্লিক করুন।ব্যাস আপনার কাজ শেষ এবার নতুন করে Connect করুন । দেখবেন সব ব্লগ গুলো ইনশাআল্লাহ্ খুলছে। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
No comments:
Post a Comment