Ads

Saturday, 13 June 2015

জিপিতেও এবার খুলবে ব্লগস্পট সাইট

জিপিতেও এবার খুলবে ব্লগস্পট সাইট

নেক দিন ধরে একটা সমস্যায় ভুগছিলাম সেটা হল ব্লগস্পটের সাইটগুলো জিপি, রবি অথবা বাংলালিংক ইন্টারনেট চালালে ওপেন হয় না। এ জন্য আমাদের বিভিন্ন ডোমেইন ব্যবহার করতে হয়। এই সমস্যার সমাধান আজ আপনাদেরকে বলব। অনেক কথা বলেছি এবার কাজের কথায় আসা যাক।

এজন্য আপনাকে যা যা করতে হবে-
  • Start> Settings> Network Connections এ ক্লিক ।
  • এবার GP-INTERNET ক্লিক তবে আপনারা যদি রবি অথবা বাংলালিংক ইন্টারনেট চালান তাহলে সেটা তে ক্লিক করুন ।
  • Propeties এ ক্লিক।
  • Networking> Properties ক্লিক ।
Use the following DNS server Addresses ক্লিক করুন। সেখানে এই DNS server Addresses গুলো লিখুন।
  • Preferred DNS server 4.2.2.8
  • Alternate DNS server 4.2.2.5
না হলে এগুলো ও ব্যবহার করতে পারেন।
  • Preferred DNS server 4.2.2.2
  • Alternate DNS server 8.8.8.8
দিয়ে OK বাটনে ক্লিক করুন।ব্যাস আপনার কাজ শেষ এবার নতুন করে Connect করুন । দেখবেন সব ব্লগ গুলো ইনশা‌আল্লাহ্ খুলছে। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

No comments:

Post a Comment