Ads

Wednesday 6 May 2015

মা হওয়ার সবচে ভাল জায়গা নরওয়ে



মা হওয়ার সবচে ভাল জায়গা নরওয়ে

মা হওয়ার জন্য বিশ্বে সবচে ভাল জায়গা নরওয়ে সোমবার জাতিসংঘের সেভ দ্য চিলড্রেনের বার্ষিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে মা হওয়ার সবচেয়ে খারাপ জায়গা সোমালিয়া। এর পরপরই গণপ্রজাতন্ত্রী কঙ্গো মধ্য আফ্রিকার স্থান
সেভ দ্য চিলড্রেনের ১৬তম বার্ষিক মাদার্স ইনডেক্সে মায়ের স্বাস্থ্য, শিক্ষা, আয় নারীর অবস্থান সম্পর্কিত ৫টি নির্দেশকের ওপর ভিত্তি করে ১৭৯টি দেশের হার প্রকাশ করা হয়
চলতি বছর যুক্তরাষ্ট্রের অবস্থান ৩১ থেকে নেমে ৩৩- দাঁড়িয়েছে। সন্তান জন্ম দেয়ার সময়ে মারা যাওয়ার ঘটনা একজন পোলিশ নারীর তুলনায় একজন আমেরিকান নারীর ক্ষেত্রে ১০ গুণ বেশি
মাদার্স ইনডক্সে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সব সময় এগিয়ে থাকে। বছর ফিনল্যান্ডকে পেছনে ফেলে নরওয়ে এগিয়ে রয়েছে
ইনডেক্সে সেরা দশের মধ্যে অস্ট্রেলিয়া একমাত্র -ইউরোপীয় দেশ। অস্ট্রেলিয়ার অবস্থান নবম। ফ্রান্স ব্রিটেনের অবস্থান যথাক্রমে ২৩ ২৪তম। কানাডার অবস্থান ২০তম। সবচেয়ে খারাপ ১০ দেশের সবকটি সাবসাহারান আফ্রিকান দেশ

No comments:

Post a Comment