Ads

Wednesday 6 May 2015

ফেলনা টী-ব্যাগের অবিশ্বাস্য ৬ টি ব্যবহার যা আপনার একেবারেই অজানা


ফেলনা টী-ব্যাগের অবিশ্বাস্য টি ব্যবহার যা আপনার একেবারেই অজানা


একবার ব্যবহার করে টী-ব্যগ কি করা হয়? সকলেই একবাক্যে জানাবেন সরাসরি ময়লা ফেলার বালতিতে ফেলে দেয়া হয় কারণ অনেকেই ফেলনা টী-ব্যাগের অন্যান্য ব্যবহার সম্পর্কে একেবারেই জানেন না কি? অবাক হচ্ছেন? ফেলে দেয়া টী-ব্যাগের রয়েছে অবিশ্বাস্য সব ব্যবহার যা সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই আজকে চলুন দেখে নেয়া যাক এই ব্যবহারগুলো
) হাতের দুর্গন্ধ দূর করতে
মাছ, পেঁয়াজ বা রসুন কাটার পর হাত অনেক দুর্গন্ধ হয়ে থাকে যা হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে ধোয়ার পরও যায় না। এক কাজ করুন, ফেলনা টী-ব্যাগ দিয়ে হাত ঘষে নিন। দেখবেন দুর্গন্ধ গায়েব
) ত্বকের বয়সের ছাপ দূর করতে
ফেলনা টী-ব্যাগগুলো জমিয়ে রাখুন। এরপর গোসলের সময় বাথটাবে বা গোসলের পানিতে টী-ব্যাগ দিন। এই পানিতে গা ভিজিয়ে রাখুন। চা-পাতার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ফ্রি র্যা ডিকেল বয়সের ছাপ দূর করে দেবে
) মাউথওয়াশের বিকল্প হিসেবে
ব্যাকটেরিয়া দূর করতে মাউথওয়াশ ব্যবহার করছেন? কিন্তু এগুলো আপনার মুখের ভেতরটা শুকিয়ে ফেলে। এর চাইতে আরেকটি কাজ করা ভালো। ফেলনা টী-ব্যাগই পানিতে ফুটিয়ে নিন। এরপর তা ঠাণ্ডা করে বোতলে ভরে রাখুন। এই পানিই ব্যবহার করতে পারবেন মাউথওয়াশের পরিবর্তে।
) চুলের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে
চুলের উজ্জ্বলতা হারিয়ে গিয়ে একেবারেই নিষ্প্রাণ লাগছে? গরম পানিতে ফেলনা টী-ব্যাগ ফুটিয়ে পানি ঠাণ্ডা করে নিন। চুলে শ্যাম্পু করে ধুয়ে সবার শেষে এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। এবং চুলে এই পানি ম্যাসেজ করুন। দেখবেন কেমন চকচকে হয়ে উঠেছে চুল
) পায়ের দুর্গন্ধ দূর ত্বক নরম করতে
গরমকালে পায়ের দুর্গন্ধ অনেক যন্ত্রণাদায়ক একটি সমস্যা, সেই সাথে রোদে পা পুড়ে রুক্ষ হয়ে থাকে পা। কুসুম গরম পানিতে ফেলনা টী-ব্যাগ দিয়ে এতে পা ভিজিয়ে রাখুন ১০-১৫ মিনিট। এরপর টী-ব্যাগ কেটে ভেতরের চা-পাতা দিয়ে পা স্ক্রাব অর্থাৎ ঘষে নিন ভালো করে। ব্যস, সমস্যার সমাধান।
) কাঁচ, গ্লাস আয়না পরিষ্কার করতে
কেমিক্যাল যুক্ত গ্লাস ক্লিনার বাদ দিয়ে দিন। এর পরিবর্তে শুধুমাত্র ফেলনা টী-ব্যাগ ব্যবহার করুন। টী-ব্যাগ একটু পানিতে ভিজিয়ে তা দিয়ে গ্লাস বা আয়না পরিষ্কার করে একটি ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন কেমন চকচকে হয়ে উঠছে
সূত্রঃ হেলথডাইজেস্ট

No comments:

Post a Comment