Ads

Saturday, 9 May 2015

কবিগুরু যখন কবিগুরি



কবিগুরু যখন কবিগুরি

জন্মদিনেই কবিগুরু হলেন কবিগুরি বিশ্ববঙ্গেই বিশ্বকবিকে নিয়ে এহেন ছেলখেলায় কবিদের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিস্মিত না হলেও হতচকিত রবি প্রেমীরা
২৫ শে বৈশাখের সকালেই রে রে পরে গেল রবি কুলে। শুক্রবার ১৫৫ তম জন্মদিনে কবির প্রতি এই সম্মান নোবেলের থেকেও হয়ত বড় প্রাপ্তি
অবশ্য কবির সম্মান নিয়ে এর আগেও কম টানাটানি হয়নি। চুরি গেছে কবির নোবেল পদক। রয়ে গেছে রেপলিকা
এই বঙ্গেই মাইকেল মধুসূদনের জন্মদিন পালিত হয় রবি ঠাকুরের ছবি দিয়ে। আবার এই বঙ্গেই বিপ্লবী ক্ষুদিরাম হন সন্ত্রাসবাদী। ছোট্ট ভুল, কিন্তু হয়ত ক্ষমাহীন মারাত্মক ভুল। পশ্চিমবঙ্গ সরকারের একটি বিজ্ঞাপনে 'কবিগুরু' শব্দটি লেখা হয়েছে 'কবিগুরি' সেই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে ইংরাজি দৈনিকেও। বিজ্ঞাপনের ওপরে রয়েছে 'চিঁর নূতনের দিল ডাক পঁচিশে বৈশাখ' নীচে ইংরাজিতে লেখা রয়েছে ‘Kabiguri’ শব্দটি
কবি লিখেছিলেনহে মোর দূর্ভাগা...’, আর সেই কবির দেশই দেখল দূর্ভাগা বিজ্ঞাপন। কবিগুরু হলেন, কবিগুরি
তথ্যসূত্র: জিনিউজ

No comments:

Post a Comment