অস্ট্রেলিয়ার মহাকাশ বিজ্ঞানীদের বিস্ময় ফুরোলো কিচেন মাইক্রোওয়েভে!
১৭
বছরের
নিষ্ফল
ছায়াপথ
অনুসন্ধানের পর,
অস্ট্রেলিয়ার মহাকাশ
বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্রকে আঘাত
করা
সেই
রহস্যময় রেডিও
সংকেতের উৎস
আবিষ্কার করেছেন।
এটার
উৎস
তাদের
নিজস্ব
কিচেন
মাইক্রোওয়েভে দেখা
যাচ্ছিল। পি
এইচ
ডি
পড়ুয়া
ছাত্র
এমিলি
পেট্রফ
পার্কস
টেলিস্কোপের মাধ্যমে এটি
শনাক্ত
করেন।
তিনি
লক্ষ্য
করেন
যে,
এই
সংকেতটি শুধুমাত্র বিজনেস
আওয়ারেই গৃহীত
হয়।
একজন
অধীর
কর্মী
অসচেতনভাবে মাইক্রোওয়েভের প্রবেশদ্বার খুললে
‘পারিটোনস’ নামের
পরিচিত
এই
রশ্মিগুলো নির্গত
হয়।
জানুয়ারীতে উদঘাটনটি আবিষ্কৃত হলেও
এটি
জনসম্মুখে আসে
এমিলি
পেট্রফের গবেষণা
পত্র
‘পার্কস
রেডিও
টেলিস্কোপে পারিটোন্সের উৎস
চিহ্নিতকরণ’ প্রকাশের পর।
গবেষণাটির শেষে
তিনি
এই
সিদ্ধান্তে উপনীত
হন,
পারিটন
নির্গত
হওয়ার
ঘটনাগুলো মাইক্রওেয়েভের এক
অংশে
উৎপন্ন
করা
যেতে
পারে
এবং
আবিষ্কৃত পারিটনসগুলো সংরক্ষণ করে
দ্বিমাত্রিক নকশার
মাধ্যমে বিতরণ
করা
যেতে
পারে।
ল্যেমানের শর্তাবলী অনুযায়ী, পেট্রফ
এবিসি
নিউজকে
বলেন,
‘দেখা
যাচ্ছে
যে,
এই
ধরণের
বিশেষ
সংকেতগুলোকে আপনি
মাইক্রোওয়েভের প্রবেশদ্বার খুলে
ও
বন্ধ
করে
উৎপন্ন
করতে
পারেন
এবং
এগুলোই
ঐ
অদ্ভুত
বিস্ফোরণ সৃষ্টি
করে
যেটা
আমরা
পার্কস
টেলিস্কোপে দেখি।’
তিনি
বলেন,
‘এটা
আমাদের
সবার
কাছেই
এক
ধরণের
বিস্ময়
ছিল।’
No comments:
Post a Comment