Ads

Sunday, 26 April 2015

নিজের সঙ্গীকে একটু ভালো করে চিনতে নারীরা জেনে নিন ১০ টি গুরুত্বপূর্ণ তথ্য


নিজের সঙ্গীকে একটু ভালো করে চিনতে নারীরা জেনে নিন ১০ টি গুরুত্বপূর্ণ তথ্য


নিজের সঙ্গীর সাথে বছরখানেক সময় কাটানোর পরও যদি তাকে একবারেই চিনতে না পারেন তাহলে খুব বেশি দুঃখ পাওয়ার কিছু নেই কারণ প্রত্যেকটি মানুষ আলাদা ধরণের এবং পরিবর্তন পছন্দ করেন বিশেষ করে ছেলেরা, আজকে তাকে যেমন দেখছেন কাল কিন্তু ঠিকই তিনি অনেক বেশি পরিবর্তিত হয়ে যাবেন এবং তিনি চাইবেন আপনার মাঝেও পরিবর্তন আসুক তাই সঙ্গীকে একেবারে পুরোপুরি চেনা আসলেই বেশ কষ্টকর তারপরও ছেলেদের মধ্যে কিছু সাধারণ বিষয় দেখা যায় এই বিষয়গুলো সম্পর্কে থাকা কমবেশি সব পুরুষের মধ্যেই পাওয়া যায় যদি সঙ্গীকে চিনতে চান আরেকটু ভালো করে তাহলে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য
) পুরুষেরা যদি সম্পর্কে অনেক বেশি সিরিয়াস হয়ে যান তাহলে তিনি অনেক বেশি মাত্রায় নিয়ন্ত্রণ করা শুরু করেন। কারো কারো ক্ষেত্রে ব্যাপারটি অধিকার খাটানোর মতো হয়ে যায়
) অনেকের মতে ছেলেরা ব্রেকআপের পর কিছুদিনের মধ্যেই সব ভুলে যেতে পারেন। আসলে কিন্তু বিষয়টি তা নয়। একজন পুরুষের জন্যও তার প্রেমিকার সাথে ব্রেকআপ হওয়া অনেক কষ্টের। বিশেষ করে যদি সম্পর্ক বছর বা তা ঊর্ধ্বে হয়ে থাকে
) একজন পুরুষ অনেক বেশি ম্যাচিউরড হন তখনই যখন তিনি কোনো না কোনো কারণে তার সম্পর্কে আশাহত হয়ে থাকেন। তিনি নিজে থেকেই নিজের ভুল শুধরে নিয়ে নতুন সম্পর্কে ১০০% দিতে পারেন তখন
) একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়লে নারীরা সব দোষ নিজের ঘাড়েই চাপিয়ে নিজেকে দোষারোপ করতে থাকেন। কিন্তু এই কাজটি নারীদের থেকেও বেশি করেন একজন পুরুষ
) ছেলেরা অনেক বেশি পরিবর্তন পছন্দ করেন। তারা একই ধাঁচের জীবন পছন্দ করেন না মোটেই
) ছেলেরা অন্য সকলের সামনে যতোই বাঘের মতো গর্জন করুন না কেন নিজের প্রেমিকা বা স্ত্রীর কাছে এলে বেড়াল সেজে থাকতেই বেশি পছন্দ করেন
) যদি আপনার সঙ্গী খুব বেশি শান্ত হয়ে যান এবং বলেন কিছুই হয় নি তাহলে দেখুন তো তিনি ঘামছেন কিনা বা মনে মনে চোখে মুখে অস্থিরতা কাজ করছে কিনা। যদি করে তাহলে বুঝবেন তিনি অনেক নার্ভাস
) যখন একজন পুরুষ মজা করা বা অন্যান্য সব কথা ছেড়ে খুব সিরিয়াস কথা বলতে থাকেন তখন মনোযোগ দিয়ে শুনুন। কারণ তিনি সত্যিই অনেক বেশি সিরিয়াস এবং যা বলছেন মন থেকে বলছেন
) ছেলেরা খেলা এবং নিজেদের প্রযুক্তির জিনিসগুলোর পেছনে সময় ঠিকই নষ্ট করবেন ঠিক যেমনটি মেয়েরা করেন টিভি সিরিয়াল, শপিং এবং মেকআপের পেছনে। তাই রেগে যাওয়া কিচ্ছু নেই
১০) যদি আপনার সঙ্গী সম্পর্কে সঠিক তথ্য পেতে চান তাহলে তার সবচাইতে কাছের বন্ধুই তা আপনাকে বলতে পারবেন। অন্য কেউ নয়

No comments:

Post a Comment