কথা বলার সময় শারীরিক অঙ্গভঙ্গি আমরা সবাই করি। একেকজন একেকভাবে হাত
নাড়েন, কেউ হয়তো মাথা নাড়ান, কেউ হয়তো আনমনেই হাত রেখে দেন গালে। এই বিষয়টি
হয়তো আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি না, কিন্তু দেখা উচিত। ইনডিপেনডেন্টের
একটি প্রতিবেদন বলছে, আপনার অসচেতন কিছু অঙ্গভঙ্গির মানুষজন আপনাকে ভুল
বুঝতে পারে।
১. মাথা বারবার পেছনের দিকে নাড়ানো
এর মানে হলো, আপনি কোনো জিনিসই সহজে মেনে নিতে চান না। কাজেই কোনো বিষয়ে আপনি মেনে নেওয়ার কথা বললেও আসলে বিষয়টি মানতে পারছেন না।
২. চোখে চোখ না রেখে কথা শুনে যাওয়া
এর মানে অনেকেই ধরে নিতে পারে যে আপনি তাঁর কথা মোটেও মনোযোগ দিয়ে শুনছেন না। প্রেমিকার সামনে এমন আচরণ ভুলেও করবেন না!
৩. কথা বলার সময় নিজের মুখ নিজে স্পর্শ করা
এর মানে হতে পারে আপনি আসলে যা বলছেন, তা বানিয়ে বলছেন, এটি মোটেও সত্য নয়।
৪. কথা বলার সময় হাত পকেটে রাখা
আপনি আসলে কোনো একটা বিষয় লুকোতে চাইছেন, গোপন করতে চাইছেন।
৫. খুব ধীরে শারীরিক প্রতিক্রিয়া দেখানো
আপনি আসল কথাটা বলতে চাইছেন না। আপনার উদ্দেশ্য এক, কথা আরেক!
৬. সামনের দিকে হাত বেঁধে রাখা
আপনি কোনো একটা বিষয় লুকোতে চাইছেন, ভয় পাচ্ছেন।
৭. মুষ্টিবদ্ধ হাত
আপনি আপনার ক্ষমতা, আগ্রাসন প্রকাশ করতে চাইছেন কথার আড়ালে।
৮. একদিকে ঘাড় নাড়ানো
আপনি কোনো বিষয়ে মিথ্যে কথা বলছেন।
৯. বেশি দূরে সরে যাওয়া
আপনি পুরো বিষয়টি এড়িয়ে যেতে চান।
Ads
Subscribe to:
Post Comments (Atom)
-
https://www.kalerkantho.com/online/lifestyle/2020/11/14/975592স্ট্রোক এমন একটি রোগ, যা মস্তিষ্কের অভ্যন্তরে এবং এর ভেতরের ধমনিগুলোকে প্রভাবি...
-
Introduction :- The term digital marketing was first used in the 1990s,but digital marketing has roots in the mid-1980s, when the SoftAd ...
-
I know, as a blogger, you care your blog design, template or theme you use on your blog. It's reflecting your personality in a way, don...
-
The higher your knowledge basic regarding the regulation and private damage circumstances, the better ready you may be. You don't w...

No comments:
Post a Comment