Ads

Friday, 3 March 2017

UK, USA অথবা বিভিন্য দেশের ভার্চুয়াল মোবাইল নাম্বার নিয়ে নিন এবং বন্ধুদের বলে দিন আপনি দেশের বাইরে :P বিদেশী নাম্বার নিজের নাম্বার হিসাবে ব্যাবহার করুন…

টাইটেল পরে ভড়কে গেছেন? :p ভাবছেন অনেক ঝামেলা করতে হবে? কনো ঝামেলা নাই একদন নদগে এবং এই মুহূর্তে শুরু করে দিতে পারবেন। কিভাবে এবং কাহিনী কি? আমি আপনার কিছু মোবাইল নাম্বার শেয়ার করব বিভিন্য দেশের। তখন আপনি বন্ধুদের বলতে পারবেন আপনি দেশের বাইরে হতে পারে ফ্রান্স, অ্যামেরিকা, অথবা অন্য কনো দেশ। এবং সেই দেশের মোবাইল নাম্বারটি বন্ধুকে দিয়ে বলবেন এটি আপনার মোবাইল নাম্বার তখন সে যদি আপনার সেই নাম্বারে কনো এসএমএস করে আপনি দেখতে পারবেন। ভাবছেন রেজিস্ট্রেশন এর নানান ঝামেলা আছে? কিচ্ছু লাগবে না ভাই। কিছু লাগবেনা। আরেকটি ব্যাপার হচ্ছে এই সমস্ত কিছু অবশ্যই ফ্রীতে :D এঞ্জয়…
তাহলে চলুন শুরু করি? (একদম ইজি)
১। প্রথমে এই লিংকে যাবেন –
২। এবার পেজে দেখবেন বেশ কিছু নাম্বার আছে। যেটি আপনার ভালো লাগে এবং নিজের নাম্বার হিসাবে ব্যাবহার করতে চান সেটি ক্লিক করুন।

৩। এবার উপরে দেখুন নাম্বারটি দেখা যাচ্ছে, সেটি আপনার নাম্বার হয়ে গেছে :D
৪। এবার এই নাম্বার সবাইকে দিয়ে দিন এবং বলে দিন এটি আপনার নাম্বার :p

৫। এবার নিজে নিজে টেস্ট করার জন্য কিছু একটা লিখে ঐ নাম্বারে সেন্ড করুন।
৬। সেন্ড করা হয়ে গেলে পেজ রিফ্রেশ করুন এবং এসএমএস টি দেখতে পারবেন এখানে। রিফ্রেশ করে কাজ না হলে হোম পেজে যান এবং সেটি আপনার নাম্বার সেটি ক্লিক করে আবার অইখানে গিয়ে দেখুন কেউ এসএমএস সেন্ড করলে দেখতে পারবেন।
নোটঃ
১। এটি একটি অনলাইন সার্ভিস।
২। যে আপনাক এসএমএস করবে মানে পাঠাবে সেটি দেখার জন্য অনলাইনে এই পেজে গিয়ে গিয়ে দেখতে হবে।
৩। এভাবেই আপনি ফ্রী ফ্রী এসএমএস করে যেতে পারেন।
৪। কনো নাম্বার কাজ না করলে মোবাইল নাম্বারের স্ট্যাটাস টি দেখে নিন অনলাইন নাকি অফলাইন। অনলাইন হলে ঠিক আছে অফ লাইন পেলে অন্য নাম্বার ব্যাবহার করুন। (স্টেপ ৪ এর ছবিতে দেখুন স্ট্যাটাস)

No comments:

Post a Comment