Ads

Friday, 3 March 2017

৪টি কারণে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পর্ন দেখা অনুচিত..........

https://www.youtube.com/watch?v=4o-aRApkkiY
পর্ন দেখা খুবই ব্যক্তিগত একটি বিষয় এবং তাতে সরকারের কোন আইনগত বিধি নিষেধ নেই। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে কেন আপনার অনলাইনে পর্ন দেখা অনুচিত তার কিছু কারণ এখানে তুলে ধরা হলো:

বাংলাদেশ তথা সারা বিশ্বজুড়েই ইন্টারনেট পর্নোগ্রাফি ব্যাপক জনপ্রিয়। পার্সোনাল কম্পিউটার থেকে স্মার্টফোনে মানুষের ইন্টারনেটে সক্রিয়তার হার বাড়ার পর থেকেই অ্যাডাল্ট কন্টেন্ট এখন অ্যাপ আকারে বের হচ্ছে। গুগল প্লেতে এখন প্রচুর পরিমাণে পর্ন অ্যাপ আছে। তাছাড়া অ্যান্ড্রেওয়ে ইউজাররা প্রত্যেকদিন প্রচুর পর্ন ওয়েবসাইটে ঢুকে থাকে
পর্ন দেখা খুবই ব্যক্তিগত একটি বিষয় এবং তাতে সরকারের কোন আইনগত বিধি নিষেধ নেই। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে কেন আপনার অনলাইনে পর্ন দেখা অনুচিত তার কিছু কারণ এখানে তুলে ধরা হলো:
. এটি অবৈধ ভ্যালু অ্যাডেড সার্ভিস সাবস্ক্রিপশন বাড়ায়
বেশিরভাগক্ষেত্রে পর্ন বিনামূল্যে দেখা যায়। তবে জনপ্রিয় পর্ন ওয়েবসাইটগুলো অবৈধ ভ্যালু অ্যাডেড সাবস্ক্রিপশন বাড়িয়ে টাকা আয় করে থাকে। অর্থাৎ, অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে আপনি যদি কোন নির্দিষ্ট ওয়েবসাইটে ঢোকেন তবে স্বয়ংক্রিয়ভাবে ভ্যালু অ্যাডেড সাবস্ক্রিপশন ব্যাকগ্রান্ডে চালু হয়ে যায়
. পর্ন টিকার্সদের আকর্ষণ করে
পর্ন টিকার্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি বিরক্তিকর পুরনো সমস্যা। এটি ভুয়া সংস্করণে লেজিট অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আসে।  আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনে পর্ন দেখেন এবং তারপর প্লে স্টোরে জনপ্রিয়সব গেম ডাউনলোডের জন্য ঢোকেন তখন পর্ন টিকার্সগুলো টেম্পল রান, হে ডেসহ জনপ্রিয় সব গেমের ছদ্মবেশে থাকে। আর কেউ যদি আইকনে ক্লিক করে তবে তার ফোনে ট্রোজান ঢুকে যায়।
সেক্ষেত্রে সবসময়ই মোবাইল ফোনে পর্ন ব্রাউজ করতে হলেডু নট অ্যালাউ ওয়েবসাইট টু ট্রাকসহ ইনকগনিটো মোডে চালানো উচিত। সবসময়ই ক্যাশ সাফ করা এবং পরিচয়পত্র ছাড়া অ্যাপস ডাউনলোড করা উচিত নয়
. বিশাল নিরাপত্তা ঝুঁকি
প্রাথমিক জিমেইল আইডি এবং ব্যাংকিং অ্যাপ সক্রিয় স্মার্টফোনে পর্ন ব্রাউজ করা বিশাল ঝুঁকির একটি কাজ। সেক্ষেত্রে যেকোন মুহূর্তেই স্মার্টফোনের মালিকের সকল নিরাপত্তা এবং প্রাইভেসি কোস সাইবার অপরাধীর নাগালে চলে যেতে পারে।
. ্যানসামওয়্যারস
অনলাইনে কোন কিছুই সত্যিাকার অর্থে ফ্রি নয়। সবকিছুতেই হয় টাকা না হয় ডাটার বিনিময়ে প্লেলোড করতে হয়। ্যানসামওয়্যার এমন একধরণের অত্যাধুনিক ম্যালওয়্যার যা একটি ডিভাইসকে পুরোপুরি নিষ্ক্রিয় এবং পরবর্তীতে ইউজারকে টাকার বিনিময়ে পুনরায় ডিভাইসটি সক্রিয় করার জন্য বাধ্য করে। ্যানসামওয়্যারস বেড়েই চলেছে এবং এটি এখন একটি গুরুতর সমস্যা। আক্রান্ত ডিভাইসটির সব তথ্যই সাইবার অপরাধীর দখলে থাকে। আর দাবী অনুযায়ী টাকা পরিশোধ করলেও যে সে আপনার ডিভাইসটি আনলক করে দিবে তার কোন নিশ্চয়তা নেই

No comments:

Post a Comment