Ads

Thursday, 17 September 2015

ঝড় তুললো সালমান খানের খালি গায়ের সেলফি



পর্দায় নয়, বাস্তবেই শার্ট খুলে খালি গায়ে সেলফি তুললেন সালমান খান সোশাল মিডিয়ায় তা প্রকাশ করার পর রীতিমত ঝড় বয়ে গেল ভক্তদের মাঝে

সালমানের খালি গায়ের চারটি ছবিই কোলাজ করে ছাড়া হয়েছে। অনেকে সালমানের খানের বিছানার ছবি দেখতে পেরেই বিগলিত হয়েছেন। তবে টাইট ফ্রেমের ছবিতে বিছানা ছাড়া ঘরের আর কিছুই দেখা পান নি ভক্তরা
জামা ছাড়া সালমান খানকে প্রথমবারের মতো দেখতে পেয়ে ছবিগুলো সারাদিন ভক্তরা শেয়ার করে চলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।লাখ লাখ হাত ঘুরে ছবিগুলো ভাইরাল হয়ে পড়ে মুহূর্তেই
আর হ্যাঁ, এই ছবিতে কিন্তু মেকআপহীন এক সালমানকেও পাওয়া গেল। নিজের আসল রূপ নিয়েই ছবিতে ধরা দিয়েছেন সালমান। ছবি তো ভক্তদের মাঝে ঝড় তুলবেই

No comments:

Post a Comment