
বিভিন্ন ধান্দাবাজরা অভিনব
কায়দায়
ধান্দা
করছেন
আবার
অন্যদিকে কিছু
প্রতারক আছে
যারা
মানুষের বিশ্বাসকে পুঁজি
করে
আপনজনকে ঠকিয়ে
নিজেই
আবার
ঠকে
যাচ্ছেন। এমন গল্প
নিয়ে
এবারের
ঈদে
নির্মাণ হচ্ছে
টেলিফিল্ম ‘রতনে
রতন
চিনে’।
টেলিফিল্মটি রচনা
করেছেন
আকাশ
রঞ্জন
আর
পরিচালনা করছেন
অভিনেতা মীর
সাব্বির।
মীর
সাব্বির বলেন,
'গল্প
অনেক
চমৎকার। আমি
চেষ্টা
করেছি
দর্শকদের ভালোলাগার মতো
বিশেষ
টেলিফিল্ম উপহার
দিতে।
আশা
করি
দর্শকরা অনেক
আনন্দ
পাবে'।
টেলিফিল্মটিতে অভিনয়
করেছেন
এটিএম
শামসুজ্জামান, তারিন,
মীর
সাব্বির সহ
আরও
অনেকে।
এটি
ঈদে
একুশে
টিভিতে
প্রচারিত হবে
বলে
জানিয়েছেন পরিচালক।
No comments:
Post a Comment