প্রয়াত
হলেন
বিখ্যাত ব্রিটিশ সাহিত্যিক জ্যাকি
কলিন্স। সাত
বছর
ধরে
ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে
লড়াইয়ের পর
মৃত্যুর কাছে
হার
মানলেন
৭৭
বছর
বয়সী
এ
নারী।
এক
বিবৃতিতে কলিন্সের পরিবারের তরফে
তার
মৃত্যুর খবর
নিশ্চিত করা
হয়েছে
বলে
জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পরিবার
জানায়,
জীবনের
শেষ
কয়েকটি
দিন
লস
অ্যাঞ্জেলেসের বাড়িতেই ছিলেন
তিনি।
জ্যাকির বোন
অভিনেত্রী জোয়ান
কলিন্স
বলেছেন,
‘জ্যাকির মৃত্যুর খবরে
আমি
একদম
ভেঙে
পড়েছি। ও
ছিল
আমার
বেস্ট
ফ্রেন্ড।’
স্কুলে
পড়ার
সময়ই
লিখতে
শুরু
করেন
জ্যাকি। তখন
তাঁর
গল্পের
পাঠক
ছিল
জ্যাকির বন্ধুরা। ১৯৬৮
সালে
তাঁর
প্রথম
উপন্যাস ‘দ্য
ওয়ার্ল্ড ইজ
ফুল
অব
ম্যারেড ম্যান’
প্রকাশিত হয়।
শুরুতেই বেস্টসেলার হয়েছিল
সে
বই।
তার
পর
আর
কলম
থামেনি
জ্যাকির। চার
দশকের
ক্যারিয়ারে সারা
বিশ্বে
জ্যাকির প্রায়
৫০
কোটি
বই
বিক্রি
হয়েছে।
তাঁর
৩২টি
উপন্যাস নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার লিস্টে
থেকেছে।
নিজের
সম্পর্কে জ্যাকি
তাঁর
বইতে
বলেছেন,
‘আমি
গল্প
বলি।
গল্প
বলতে
আমার
ভাল
লাগে।
কিন্তু
সে
অর্থে
আমি
লেখিকা
নই।’
ব্যক্তিগত জীবনে
দু’বার বিবাহ বন্ধনে
আবদ্ধ
হয়েছিলেন জ্যাকি। তিন
সন্তানের জননী
ছিলেন
তিনি।
No comments:
Post a Comment