দেহ
নিয়ে
টানাটানি। পথ দুর্ঘটনায় মৃত
এক
বৃদ্ধার দেহ
নিয়ে
চলল
টানা
হিঁচড়ে। ময়নাতদন্ত ছাড়াই
ওই
বৃদ্ধার দেহ
দাহ
করতে
গেলে
তাতে
বাধ
সাধে
পুলিশ। দেহ
নিয়ে
পরিবারের লোকজনের সঙ্গে
শুরু
হয়
পুলিশের বিবাদ। শ্মশান
থেকে
মর্গে
ফিরিয়ে আনা
হয়
দেহ।
শনিবার
ময়নাতদন্তের পর
মেলে
দাহ
করার
অনুমতি৷চাঞ্চল্যকর এই
ঘটনা
ঘটেছে
পশ্চিমবঙ্গের বর্ধমানের গলসী
থানার
উচ্চগ্রামে। মৃতের
নাম
বাসী
বাউড়ি
(৮০)। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম কলকাতা২৪x৭
এমন
তথ্যই
প্রকাশ
করেছে।
পুলিশ
সূত্রে
খবর,
বৃহস্পতিবার গলিগ্রামের ব্যাংক
থেকে
বার্ধক্য ভাতার
টাকা
নিয়ে
টোটো
করে
বাড়ি
ফিরছিলেন বাসীদেবী। সেই
সময়
টোটোর
চাকা
খুলে
যাওয়ায়
বাসীদেবী সহ
জখম
হন
বাকি
যাত্রীরা। বর্ধমান মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি
করা
হয়
বাসী
বাউরিকে। শুক্রবার হাসপাতালেই মারা
যান
তিনি।
চিকিৎসক ময়নাতদন্তের কথা
লিখলেও
বাসীদেবীর বাড়ির
লোকজন
মৃতদেহের ময়নাতদন্ত না
করেই
হাসপাতাল থেকে
নিয়ে
চলে
যান
বলে
অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে ঘটনাটি
জানায়। এর
পরই
শ্মশান
থেকে
ফের
হাসপাতালে ফিরিয়ে আনা
হয়
ওই
বৃদ্ধার দেহ৷
শনিবার
ময়নাতদন্ত করার
পরই
সত্কার
করা
হয়
বাসীদেবীর দেহ।
সূত্র: কলকাতা২৪x৭
No comments:
Post a Comment