Ads

Monday, 21 September 2015

মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ চালু হচ্ছে আগামী বছর


দেশে আগামী বছর থেকেই চালু হতে যাচ্ছে মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তনের সুবিধা বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতোমধ্যেই এমএনপি নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে
এমএনপি সেবা চালুর জন্য একটি নতুন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে। এজন্য শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে বলে জানা গেছে।
মূলত ২০১৩ সালে প্রথম এমএনপি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। এজন্য মোবাইল অপারেটরদের নির্দেশও দিয়েছিল বিটিআরসি। তবে নির্ধারিত সময়ের মধ্যে এমএনপি সেবা চালু করতে ব্যর্থ হয় মোবাইল অপারেটরগুলো। পরবর্তীতে বিটিআরসি এমএনপি চালুর জন্য একটি নীতিমালা তৈরি করে অনুমোদনের জন্য পাঠায়
এমএনপি সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠান বাছাই শেষে আগামী বছরের শুরুর দিকেই এই সেবাটি চালু করা হবে নিলামে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানকে সরকারের কাছে এক কোটি টাকা জামানত হিসেবে রাখতে হবে আর নির্বাচিত প্রতিষ্ঠানের জন্য বার্ষিক নবায়ন ফি হবে ৫০ লাখ টাকা এছাড়া নীতিমালা অনুসারে নির্বাচিত প্রতিষ্ঠানকে দ্বিতীয় বছর থেকে সরকারের সাথে রাজস্ব ভাগাভাগি করতে হবে রাজস্ব ভাগাভাগির হার হবে মোট আয়ের শতাংশ
এই সেবা চালু হলে একজন গ্রাহকের মোবাইল সিম ব্যবহারের স্বাধীনতা বাড়বে। কোন অপারেটরের সেবা পছন্দ না হলে মাত্র ৫০ টাকার বিনিময়ে অপারেটর পরিবর্তন করে নেওয়া যাবে। আর এক্ষেত্রে একজন গ্রাহকের সবচেয়ে বড় সুবিধা হবে মোবাইল নম্বর অপরিবর্তিত রাখা। এর মাধ্যমে গ্রাহকের ভোগান্তির পরিমাণও কমে আসবে। আর সেই সাথে অপারেটরগুলো তাদের সেবা বাড়াতে আরও মনযোগী হবে বলেই আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।
১৯৯৯ সালে সর্বপ্রথম যুক্তরাজ্যে মোবাইল নম্বর পোর্টেবিলিটি চালু হয়। বর্তমানে বিশ্বের ৭২টি দেশে এই সেবা চালু রয়েছে। পার্শ্ববর্তী ভারত পাকিস্তানে এই সেবা চালু হয় যথাক্রমে ২০১১ ২০০৭ সালে

No comments:

Post a Comment