Ads

Thursday, 17 September 2015

সৌন্দর্য বাড়াতে গিয়ে যে ভুলগুলো আপনি করছেন প্রায়ই



নিজের সৌন্দর্য বাড়িয়ে তুলতে মেকআপের সাহায্য নিয়ে থাকেন বেশিরভাগ নারী কিন্তু উৎসাহের আতিশয্যে তারা মেকআপ দিতে দিতে কিম্ভূতকিমাকার করে ফেলেন নিজের সুন্দর মুখটিকে দেখে নিন, রুপচর্চার সময়ে এই হাস্যকর ভুলগুলো আপনিও করছেন না তো?

) চুলের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করা
এখন সময়টাই এমন, যে কৃত্রিমভাবে চুল স্ট্রেইট বা কার্ল করা না থাকলে যেন নিজেকে সুন্দর ভাবতে পারেন না অনেক। এতে যে চুলের ক্ষতি হয় শুধু তাই নয়, নিজের চেহারার সাথে তা মানানসই কিনা তা ভাবেন না তারা। নিজের স্বাভাবিক চুলের সৌন্দর্যেই কিন্তু সুন্দর হয়ে ওঠা সম্ভব। চুল এবং মুখের সাথে মানানসই কাট এবং চুলের সঠিক যত্ন নিলে আর স্ট্রেইট বা কার্ল করার দরকার পড়ে না
) কমলা আভার ফাউন্ডেশন ব্যবহার
অনেকে ফাউন্ডেশন ব্যবহার করার সময়ে নিজের ত্বকের সাথে মানানসই শেড ব্যবহার করেন না। অনেক ক্ষেত্রেই দেখা যায় অতিরিক্ত সাদা হয়ে আছে বা কমলা আভা দেখা যাচ্ছে তাদের মুখে। প্রাকৃতিক আলোয় ফাউন্ডেশনের শেড দেখে কিনলে আর এমন ভুলগুলো হয় না
) অসমান করে নখ লম্বা করা
অনেকদিন ধরে শখ করে নখ লম্বা করছেন, এর মাঝে একটি নখ হঠাৎ করে ভেঙ্গে গেলো। এখন ইচ্ছে না থাকলেও সবগুলো নখ এক সমান করে ছোট করে ফেলুন। নইলে একটি নখ ছোট আর সবগুলো লম্বা- তা দেখতে ভীষণ বেখাপ্পা লাগবে।
) হুট করে চুলের কাট পরিবর্তন
অনেক সময়ে সম্পর্ক ভেঙ্গে গেলে, চাকরি চলে গেলে বা এমন কোনো ঘটনা ঘটলে মানুষ রাগ করেই চুল কেটে ফেলে, চুলে কটকটে কোনো রঙ করে ফেলেন। কাজটি করলে ভীষণ বেমানান লাগে তাদেরকে। চুল কেটে না ফেলে অবেগ সামলাতে অন্য কিছু করুন। কেনাকাটা করুন বা কোথাও বেড়াতে যান।
) অতিরিক্ত ব্লাশ-অন ব্যবহার
মুখটাকে ছিপছিপে দেখাতে অনেকেই ব্লাশ-অন ব্যবহার করেন এবং তা করতে গিয়ে অনেক বড় একটি ভুল করে ফেলেন। তা হলো বেশি ব্লাশ-অন ব্যবহার করা। এতে মুখে কৃত্রিম একটি ভাব চলে আসে। সমস্যা এড়াতে ব্লাশ অনের ব্রাশ ঝাঁকিয়ে অতিরিক্ত পাউডারটুকু ফেলে তারপরেই ব্যবহার করুন
মূল: 6 Major Mistakes Beauty Experts Wish You'd Get a Clue About, POPSUGAR
ফটো ক্রেডিট: msgossip.com

No comments:

Post a Comment