Ads

Saturday, 12 September 2015

সুপার টেলিস্কোপের তুলনায় কম্পিউটারের কার্যক্ষমতা খুবই কম

বিজ্ঞানীরা জানাচ্ছেন যে তাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যই ফেলে দিতে বাধ্য হচ্ছে শুধুমাত্র কম্পিউটারেরর কম ধারনক্ষমতা ও কম প্রসেসিং ক্ষমতার কারনে। প্রায় ২.৩ বিলিয়ন ডলার ব্যায়ে ৩০০০ এর বেশি এন্টেনা সহকারে Square Kilometre Array (SKA) অত্যন্ত সংবেদনশীল টেলিস্কোপ স্থাপন করেছে যার মাধ্যমে মহাবিশ্বের অবস্থান পর্যবেক্ষণ করা হবে। মহা শূণ্য গবেষণা কাজে অতন্ত্র প্রহরী হিসেবে এই তিন হাজার এন্টেনা কাজ করবে নিয়মিতভাবে। এরা  একসাথে নয় মিলিয়ন সিগন্যাল প্রেরণ করতে পারে এবং  প্রতি মিনিটে ১৬০ গিগাবাইট এমপি৩ হিসেবে তথ্য জমা রাখবে। এই হিসেবে প্রতি দিন অনেক গুরুত্ব পূর্ণ তথ্যকেই রিসার্চ করার প্রয়োজন হয় যা কম্পিউটারগুলোর ধারণক্ষমতা ও কার্যক্ষমতার বাইরে।

সিডনী বিশ্ববিদ্যালয়ের Bryan Gaensler জানান, সারা বছরের আগত তথ্যসমুহ সংরক্ষণ করা গেলে গবেষণাকাজে ভাল হতো। কিন্তু বর্তমান সময়ের কম্পিউটারগোলোর দ্বারা এটা সম্ভব না। তিনি বলেন যে,
“তথ্য এত দ্রুত গতিতে আসতে থাকে যে, তথ্যটি কি সংরক্ষণ করা প্রয়োজন কিনা তা মানুষের পক্ষে ধারণা করা সম্ভব না। আর কম্পিউটার প্রোগ্রামও এত দ্রুত কাজ করে না যে সব তথ্যকে সঠিকভাবে যাচাই করে সংরক্ষণ করবে। প্রকৃত পক্ষে এখন এমন কম্পিউটার প্রোগ্রাম প্রয়োজন যা মানুষের মতো সঠিক সিদ্ধান্ত কম্পিউটারের মতো দ্রুতগতিতে করতে পারবে। ”
১৯৬৫ সালে ইন্টেলের কো-ফাউন্ডার একটি ভবিষ্যতবানী করেন যে, প্রতি আঠারো মাসে কম্পিউটারের গতি দ্বিগুন হবে। আর তার এই কথাই পরবর্তিতে সত্য হতে দেখা যায়। জ্যোতি বিজ্ঞানীগণ  আশা করছেন আরো উন্নত মানের দ্রুত গতি সম্পন্ন ও অনেক ধারন ক্ষমতা সম্পন্ন  কম্পিউটারের জন্ম হলে তাদের মহাকাশ গবেষণার গতিও বৃদ্ধি পাবে।

No comments:

Post a Comment