Ads

Tuesday, 15 September 2015

পুরনো ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো আপনার অবশ্যই জানা উচিৎ!

অনেকই পুরনো ল্যাপটপ কেনার জন্য বেশ আগ্রহী। এবং আমাদের অনেক সময় অনেকটা বাধ্য হয়েই পুরনো ল্যাপটপ কিনতে হয়। এর প্রধান কারন আমাদের বাজেটের স্বল্পতা। এছাড়াও নানাবিধি কারনে চাইলেও নতুন ল্যাপটপ কেনা হয়ে ওঠে না।
আজকে আলোচনা করবো, পুরনো ল্যাপটপ কেনার আগের যে বিষয়গুলো আপনাকে ভেবে দেখা উচিৎ-
87832745_3_1000x700_hp-probook-6460b-core-i5-2nd-generation-laptops
## সেফটি ফার্স্ট-
আপনি যখন পুরনো ল্যাপটপ কেনার কথা চিন্তা করেন তখন সর্বপ্রথম সেটির খোঁজ কোথায় করেন? নিশ্চয় বিক্রয় ডট কমে বা এমন কোন ওয়েবসাইটে। বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টি নিয়ে বেশ ঝামেলা সৃষ্টি হচ্ছে। যেমন, অনেক কম দামে হাই কনফিগারের ল্যাপটপের অ্যাড দিবে এবং আপনি যখন সেটি কিনতে তার দেয়া ঠিকানা অনুযায়ী যাবেন তখন আপনার কাছ থেকে সব টাকা পয়সা ছিনিয়ে রেখে দিবে। এমন পরিস্থিতিতে যেন পড়তে না হয় সে জন্য আগে থেকেই সচেতন হোন।
## ল্যাপটপের কনফিগার-
কেমন কফিগারের ল্যাপটপ চান? এক কথায় আপনি যে ল্যাপটপটি কিনতে চাচ্ছেন সেটি কি কাজের জন্য? নিয়মিত ব্যবহারের জন্য ডুয়াল কোর’ই যথেষ্ট কিন্তু ভারি কাজ গুলোর জন্য আই৩ বা এর থেকে উন্নতমানের কনফিগার প্রয়োজন সাথে ৪ থেকে ৮ জিবি র‍্যাম।
## টেস্ট-
অবশেষে আপনি পছদসই একটি ল্যাপটপ খুঁজে পেলেন এবার সেটার টেস্ট নেবার পালা। সত্যি বলতে সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ পুরোপুরি কপালের ব্যাপার। কিন্তু তারপরেও কিছু সতর্কতা অবলম্বন করলে হয়তো আপনার কপাল ভালোও হতে পারে।
যেমন, আপনার উচিৎ ল্যাপটপের প্রতিটা জিনিষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয়া। ল্যাপটপটি কিছুক্ষণ চালানোর পর সেটি অতিরিক্ত গরম হয় কিনা, ওয়েবক্যাম, স্ক্রিন, মাউসপ্যাড, কিবোর্ড ইত্যাদি সব ঠিকঠাক কাজ করে কিনা। অনেক সময় পুরনো ল্যাপটপের চার্জার ঠিক মতো কাজ করে না এটি একটু ভালো করে দেখে নিবেন। আবার পুরনো ল্যাপটপের হার্ডডিস্কেও সমস্যা থাকে সেটি চেক করতে বড় কোন ফাইল পেনড্রাইভ থেকে ল্যাপটপে নিন বা আদান প্রদান করুন। আবার ঠিক একিইভাবে অন্যান্য ড্রাইভে ট্রান্সফার করুন।
হার্ডডিস্কে সমস্যা থাকলে সেটা অনেক সময় শব্দ করে। সেলার যদি আমাকে বোঝানর চেষ্টা করে যে এটি কুলিং ফ্যানের শব্দ তবে তার সে কথাটি শোণার আগে নিজে একটু যাচায় করে নিন। বেটার হয় সাথে যদি কোন ভালো জ্ঞানী দোস্ত অর্থাৎ এইসব সম্পর্কে যার ভালো ধারনা আছে তাকে সাথে করে নিতে পারেন।
## শেষ কথা-
বর্তমানে এমন অনেক দোকানদার আছে যারা বাইরে থেকে ল্যাপটপ এনে কম দামে বিক্রি করে চাইলে তাদের কাছ থেকে কিনতে পারেন তবে কেনার আগে দেখে নিবেন যে তারা কোনরকম ওয়ারেন্টি দিচ্ছে কিনা বা সে কোন সিজেনাল দোকানদার কিনা।

No comments:

Post a Comment