সম্প্রতি অনুষ্ঠিত অ্যাপলের 'হে
সিরি'
ইভেন্টে অ্যাপল,
আইফোন
৬এস
এবং
৬এস
প্লাস,
অ্যাপল
টিভি,
অ্যাপল
ওয়াচ
উন্মোচন করেছে। কিন্তু
অ্যাপল
এছাড়াও
আরও
একটি
ডিভাইস
উন্মুক্ত করেছে। শুধু
তাই
নয়
ডিভাইসটির ফিচার
তালিকা
সহ
ডিভাইসটির মূল্য
পর্যন্ত সবকিছুই প্রকাশ
করে
দিয়েছে
বিশ্বের সবথেকে
বড়
মোবাইল
ডিভাইস
ভিত্তিক এ
প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
নতুন
এ
ডিভাইসটি হচ্ছে
অ্যাপলের আইপ্যাড মিনি
৪।
বাহ্যিকভাবে ডিভাইসটিতে ডিজাইনে কোন
পরিবর্তন আনেনি
অ্যাপল
তবে
পরিবর্তন এসেছে
ডিভাইসের হার্ডওয়্যারে।
এক নজরে যা যা থাকছে আইপ্যাড মিনির চার নম্বর ভার্সনে:
- ২০৪৮x১৫৩৬ পিক্সেল রেজ্যুলেশনের ৭.৯ ইঞ্চি এলইডি ব্যাকলিট ডিসপ্লে
- M8 মোশন কো-প্রসেসর যুক্ত ১.৫ গিগাহার্জ ডুয়েল-কোর ৬৪ বিট A8 প্রসেসর
- ১৬ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ক্যাপাসিটি
- ৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা
- ১.২ মেগাপিক্সেল ফ্রন্টফেসিং ফেইস টাইম এইচডি ক্যামেরা
- নন-রিম্যুভ্যাবল লিথিয়াম পলিমার ব্যাটারি ( যাকিনা অ্যাপলের তথ্য অনুযায়ী ১০ ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম )
- 4G/ এলটিই (ওয়াইফাই ও সেলুলার ডাটা), ব্লুটুথ এবং ওয়াইফাই ৮০২.১১এসি
এছাড়াও
অন্যান্য আলাদা
ফিচারের মধ্যে
রয়েছে
অ্যাপল
পে,
পরবর্তী প্রজন্মের টাচ
আইডি
ফিঙ্গার প্রিন্ট সেন্সর। আর
পছন্দ
করার
জন্য
রয়েছে
তিনটি
আলাদা
আলাদা
কালার:
স্পেস
গ্রে,
গোল্ড
এবং
সিলভার। ইতোমধ্যেই প্রি-অর্ডারের জন্য তৈরি এ
ডিভাইসটির মূল্য
১৬
জিবি
ওয়াইফাই অনলি
ভ্যারিয়েন্ট ৩৯৯
মার্কিন ডলার
যেখানে
একই
সুবিধার ৬৪
এবং
১২৮
জিবি
মডেলের
মূল্য
ধরা
হয়েছে
যথাক্রমে ৪৯৯
এবং
৫৯৯
মার্কিন ডলার। আর
ওয়াইফাই ও
সেলুলার ভার্সনটির ১৬
জিবি
মডেলের
মূল্য
ধরা
হয়েছে
৫২৯
মার্কিন ডলার
এবং
একই
সুবিধার ৬৪
জিবি
এবং
১২৮
জিবি
মডেলের
মূল্য
ধরা
হয়েছে
যথাক্রমে ৬২৯
এবং
৭২৯
মার্কিন ডলার।
তথ্যসূত্র: বিজিআর
No comments:
Post a Comment