আপনি কি নিয়মিত ফেসবুক ব্যবহার করেন? তবে আপনার জন্য একটি অসাধারন টিপস্, মিস করবেন না যেন!
অনেকেই আছে যারা ফেসবুক পাগল। স্মার্ট ফোন বা ল্যাপটপ সারাদিন ফেসবুক নিয়ে পরে থাকেন। ঠিক তেমনি যারা হ্যাভি ফেসবুক ইউজার তাদের জন্য আজকের এই টিপস।যদিও এটি অনেক ছোট্ট একটি টিপস তবে কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশী ব্যপার টা ঠিক তেমনি।
আমরা সাধারনতো ফেসবুকে কোন ইমেজ বড় বা ভাল করে দেখতে হলে কি করি? হয়তো ইমেজ টা সরাসরি ওপেন করি বা ব্রাউজারের অন্য কোন ট্যাবে সেটি চালু করি।
কেমন হয় যদি সেই ইমেজটির ওপরে সুধু মাউস রাখলেই সেটি ফুল স্ক্রিন হয়ে যায়? নিশ্চয় অসাধারন।
আজকে এমনি একটি এক্সটেনশন শেয়ার করবো আপনাদের সাথে যেটি ঠিক এই ভাবেই কাজ করবে।
আপনাকে সুধু এক্সটেনশনটি ব্রাউজারে ইন্সটল করে নিতে হবে ব্যাস আর কোন কাজ নেই।
গুগল ক্রোমের জন্য এখানেhttps://chrome.google.com/webstore/detail/hover-zoom/nonjdcjchghhkdoolnlbekcfllmednbl?hl=en
আর মজিলা ফাইরফক্সের জন্য এই লিংকেhttps://addons.mozilla.org/en-US/firefox/addon/facebook-photo-zoom/
No comments:
Post a Comment