Ads

Saturday 9 May 2015

কার্বন নিঃসরণের নতুন রেকর্ড



কার্বন নিঃসরণের নতুন রেকর্ড

বিজ্ঞানীদের মতে, বিশ্বজুড়ে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণের এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে বর্তমানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণ ৪০০ পিপিএম(মিলিয়ন প্রতি ৪০০ ভাগ)
মার্কিন ন্যাশনাল ওশানিক এ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন(নোআ) এই নতুন মাইলফলকের ঘোষণা দিয়েছে
সংস্থাটি এক বিবৃতিতে বলে, এই মাসেই প্রথমবারের মত কার্বন নি:সরণ ৪০০ পিপিএম ছাড়িয়ে গেল যা বিগত বিশ লক্ষ বছরে ঘটেনি
নোআর বিজ্ঞানী পিটার ট্যান্স বলেন, এটি একটি গূরুত্বপূর্ণ মাইলফলক
বিজ্ঞানীরা ঘোষণা করেন, প্রথমবারের মত ২০১২ সালেই উত্তর মহাসাগরীয় অঞ্চলে কার্বন ডাই অক্সাইড নি:সরণ ৪০০ পিপিএম ছাড়িয়ে যায়। পরবর্তীতে ২০১৩ সালে হাওয়াইয়ের মওনা লোওয়াতে এটি ৪০০ পিপিএম ছাড়িয়ে যায়।
নোআ গ্লোবাল গ্রিনহাউজ গ্যাস রেফারেন্স নেটওয়ার্কের প্রধাণ বিজ্ঞানী ট্যান্স বলেন, আর কিছুদিনের মধ্যেই হয়ত বিশ্বব্যাপী সব জায়গাতেই কার্বন ডাই অক্সাইডের সীমা গড়ে ৪০০ পিপিএম হয়ে যাবে
তিনি বলেন, “সেই প্রাক-শিল্পায়নের আমল থেকেই কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ ১২০পিপিএমের বেশি ছিল। তারপর ১৯৮০ সালের পর থেকেই নিঃসরণ অর্ধেকেরও বেশি বেড়েছে।
পৃথিবীর প্রায় ৪০টি জায়গা কিছু দূরবর্তী দ্বীপের এয়্যার স্যাম্পল নিয়ে কার্বন ডাই অক্সাইডের এই রেকর্ড পরিমাণ সীমাটি সংগ্রহ করেছে নোআ

No comments:

Post a Comment