সহজে আপনার ঘরকে সাউন্ডপ্রুফ করুন
শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় থাকুন বা গ্রামের কম ঘনবসতিপূর্ণ জায়গায় থাকুন না কেন ইদানিং শব্দহীন একটি পরিবেশ বানানো কঠিন। নিজে একটু শব্দহীন পরিবেশে থাকতে চাইলে অথবা কোন একদিন ঢাক-ঢোল পিটিয়ে ঘরের মধ্যে গান-বাজনার আয়োজন করতে চাইলে আপনাকে একটি সাউন্ডপ্রুফ ঘরের কথা চিন্তা করতে হবে। ঘরোয়া পরিবেশে একটি রেকর্ডিং স্টুডিও করতে দরকার একটি সাউন্ডপ্রুফ ঘর। আসুন সহজ কিছু পদ্ধতির মাধ্যমে সাউন্ডপ্রুফ ঘর তৈরির কৌশল শিখে নেই-এক.
দরজা-জানালা অবশ্যই বন্ধ রাখতে হবে তা তো বলার অপেক্ষা রাখে না। একধিক দেয়ালের মাঝের ঘরটিকে আপনার সাউন্ডপ্রুফ ঘর হিসেবে প্রথমে পছন্দ করে নিতে পারেন।
দেয়ালে সাউন্ডপ্রুফ গ্লু ব্যবহার করেও ঘরটিকে সাউন্ডপ্রুফ করতে পারেন। সাউন্ডপ্রুফ গ্লু পারটেক্সের সিট এ লাগিয়ে দেয়ালে সেটে দিলেই সমাধান হয়ে যাবে।
দুই.
আপনি যদি কম খরচে কাজটি করতে চান তাহলে আপনার মেঝে এবঙ ঘরের দেয়ালে কম্বল বা ফোম বা কার্পেট রাগিয়ে অনেক ভাল ফল পাবেন। তবে উলের ইনসুলেশন হলে অনে ভাল সাউন্ডপ্রুফ হবে আপনার ঘর। তবে একটু বুদ্ধি করে যদি ঘরের চারদিকে বুক সেলফ বানিয়ে রাখেন তাহলেও বেশ ভাল সাউন্ডপ্রুফের কাজ করবে।
তিন.
বাড়ি বানানোর সময়ই যদি চিন্তা থাকে একটি সাউন্ড প্রুফ ঘর বানানো হবে তালে অমসৃণ তলের দেয়াল বানাতে হবে। সুন্দর ডিজাইনের অমসৃণ তলের ডিজাইন করা যেতে পারে। অনেক অডিও ভিডিও স্টুডিওতে আগে থেকেই সাউন্ডপ্রুফ হওয়ার উপযুক্ত করে দেয়াল বানানো হয়।
No comments:
Post a Comment