Ads

Friday 1 May 2015

আপনার বয়স জানে মাইক্রোসফট!



আপনার বয়স জানে মাইক্রোসফট!

শিরোনাম দেখে অবাক হচ্ছেন? আপনাকে অবাক করতেই মাইক্রোসফট চালু করেছে How-Old.net নামের একটি ওয়েবসাইট যেখানে আপনার ছবি আপলোড করলে মাইক্রোসফট জানিয়ে দেবে আপনার বয়স কত মাইক্রোসফটের বিল্ড কনফারেন্সে এই ওয়েবসাইটটির ঘোষণা দেওয়া হয়
ওয়েবসাইটটি মূলত 'ফেসিয়াল রিকগনিশন' পদ্ধতি ব্যবহার করে কাজটি করে থাকে। এর পাশাপাশি আর বিপুল পরিমাণ তথ্য যাচাই বাছাই করে বয়স নির্ধারণের কাজটি সম্পন্ন করা হয়। এছাড়া এখানে যত ছবি বয়স নির্ধারণের জন্য আপলোড করা হচ্ছে, সবই সংরক্ষণ করা হচ্ছে ওয়েবসাইটটির মানোন্নয়নে
তবে মাইক্রোসফটের এই ওয়েবসাইট বয়স নির্ধারণে ক্ষেত্রে তেমন সফল হচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রেই আসছে ভুল ফলাফল। তবে ধারণা করা হচ্ছে, ধীরে ধীরে এটি আরও নিখুঁত হবে এই দায়িত্ব পালনে।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

No comments:

Post a Comment