ফিশিং
ঠেকাতে
গুগল
ক্রোমে
নতুন
এক্সটেনশন
অনলাইনে ব্যবহারকারীদের নিরাপত্তা দিতে
সবসময়ই
সোচ্চার গুগল। আর
এরই
অংশ
হিসেবে
গুগল
নিয়ে
এসেছে
‘পাসওয়ার্ড এলার্ট’
নামক
একটি
ক্রোম
এক্সটেনশন। ব্যবহারকারী যদি
কোন
ফিশিং
সাইটে
তার
ইউজারনেম এবং
পাসওয়ার্ড দিতে
উদ্যত
হয়,
তাহলে
তাকে
সতর্ক
করবে
এই
এক্সটেনশনটি।
সাইবার
আক্রমণের একটি
অন্যতম
উপায়
‘ফিশিং’। মূলত কোন
ওয়েবসাইটের গ্রাহকদের তথ্য
চুরি
করতে
সেই
ওয়েবসাইটের মত
হুবহু
আরেকটি
ওয়েবসাইট তৈরি
করে
ব্যবহারকারীকে ধোঁকা
দিয়ে
ইউজারনেম, পাসওয়ার্ড চুরির
পদ্ধতিই হল
ফিশিং।
গুগল জানিয়েছে, একজন ব্যবহারকারী যদি কোন ফিশিং সাইটে পাসওয়ার্ড প্রদান করে, তাহলে উপরের মত একটি পপ-আপ উইন্ডোজ ওপেন হবে এবং ব্যবহারকারীকে তৎক্ষণাৎ তার পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেওয়া হবে।
No comments:
Post a Comment